উপসাগরীয় অঞ্চলে উড়োজাহাজে চলাচলে সতর্কতা, এখনও নীরব বাংলাদেশ!

ইরাকে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিগুলিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তর্জাতিক বিমানসংস্থাগুলো ইরান, ইরাক, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের আকাশসীমায় তাদের উড়োজাহাজের রুটগুলি সরিয়ে নেওয়া শুরু করেছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)সহ সংশ্লিস্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল সংস্থার পক্ষ থেকে এই আকাশসীমা এড়িয়ে চলার জন্য পরামর্শ ও সর্তকতা জারির প্রেক্ষিতে রুট পুনর্বিন্যাসের উদ্যােগ নেয় বিমানসংস্থাগুলো।

তবে এখনও পর্যন্ত বাংলাদেশি বিমানসংস্থাগুলোর জন্য এ ব্যাপারে কোন সর্তকতা, পরামর্শ বা নিষেধাজ্ঞা জারি করা হয় নি । মধ্যপ্রাচ্যেসহ যুক্তরাজ্যে রুটে উড়োজাহাজগুলো এই আকাশসীমা ব্যবহার করেই যাতায়াত
করে দেশীয় বিমানসংস্থাগুলো। তাই এ ক্ষেত্রে তাদের জন্যও সতর্কতা জরুরী হয়ে পড়লেও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এখনও নীরব রয়েছে ।

Travelion – Mobile

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে যে, তারা মার্কিন বিমানসংস্থাগুলোকে ইরাক, ইরান, ওমান সাগর এবং ইরান ও সৌদি আরবের মধ্যবর্তী জলসীমার উপর দিয়ে আকাশসীমাতে উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ করেছে। এফএএ বলেছে, উচ্চতর সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে ঝুকি এড়াতে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে ।

এর আগে সম্ভাব্য হামলার হুমকির কারণে পাকিস্তানের আকাশসীমা ও অঞ্চল নিরাপদ নয় জানিয়ে তা এড়িয়ে চলতে নিজের দেশের বাণিজ্যিক উড়ান সংস্থাগুলির জন্য সতর্কতা জারি করেছিল
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ভারত তার বিমান সংস্থাগুলোকে সজাগ থাকতে এবং ইরান, ইরাক, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের আকাশসীমা এড়ানোসহ সকল সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে, দেশবাসীকে জরুরি কাজ না থাকলে ইরাকে না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর এক উধর্বতন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমগুলোকে বলেছে,‘সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। তাঁদের সতর্ক থাকতেও বলা হয়েছে এবং তাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।’

ভারত ও পশ্চিমের দেশগুলির সঙ্গে উড়োজাহাজ যোগাযোগের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়াই সবচেয়ে বেশি ওই আকাশপথ ব্যবহার করে থাকে। এ ছাড়া, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থার বিমানও ওই পথ দিয়ে চলাচল করে।

Diamond-Cement-mobile

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেছেন,“আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সবার আগে। ইরানের আকাশসীমাতে থাকা উত্তেজনার আলোকে সাময়িকভাবে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসকে ইরানের আকাশসীমার ওপর দিয়ে উড়ান সাময়িকভাবে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দিল্লি থেকে ফ্লাইটের জন্য উড়ানের প্রায় ২০ মিনিট এবং মুম্বই থেকে ফ্লাইটের জন্য ৩০ থেকে ৪০ মিনিটের মতো বাড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে” ।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, এর সমস্ত ফ্লাইট ইরানের আকাশসীমা থেকে সরিয়ে নেওয়া হবে। এছাড়া এশিয়ার চাইনা এয়ারলাইনস, তাইওয়ান এয়ারলাইনস এবং মালয়েশিয়া এয়ারলাইন্সও ইরানি আকাশসীমা এড়িয়ে চলছে। এদিকে, দুবাই-ভিত্তিক এমিরেটস এবং ফ্লাইদুবাই বাগদাদে বুধবারের ফ্লাইট বাতিল করেছে।

যেখানে এশিয়ার কম বেশি সবগুলো দেশ তাদের নিজ দেশের দেশের বানিজ্যিক বিমানসংস্থাগুলোর জন্য সতর্কতা জারি করেছে সেখানে বাংলাদেশ কেন এখনও নীরব সে নিয়ে প্রশ্ন ওঠেছে এভিয়েশন ব্লকে। বেবিচক) দেশীয় বিমানসংস্থাগুলোর জন্য এখনও পর্যন্ত কোন সর্তকতা বা পরামর্শ জারি না করায় বিস্ময় প্রকাশ করেছেন এ খাতের সংশ্লিষ্টরা। ।

রাষ্ট্রায়ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ ও ইউএসবাংলা এয়ারলাইন্স কর্র্তপক্ষের সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, তারা এখনও কোন সতর্ক সংকেত পান নি। তবে তারা নিজ উদ্যােগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতা সাথে এই রুটে চলাচল করছে বলে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেবিচকের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সতর্কতা জারি করা না হলেও বিষয়টির উপর সার্বক্ষিনক নজর রাখা হচ্ছে।

এদিকে গত ৩ জানুয়ারী মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলেমানি নিহত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে বিমানসংস্থা ও দেশগুলির মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগের জন্য একটি আন্তর্জাতিক বিমান চলাচল গ্রুপ সক্রিয় করা হয়েছে।

এভিয়েশনশিল্প বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইরাক নিয়ন্ত্রিত পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা বাণিজ্যিক উড়োজাহাজ চালনার সহজ রুট হিসাবে দেখা হয়। যদি আকাশসীমা বন্ধ করার প্রয়োজন হয়, তবে বিমানসংস্থাগুলোকে উপসাগরীয় অঞ্চল এড়িয়ে রুট পুনর্বিন্যাস করতে হবে যা আকাশে উড়োজাহাজা জটের পাশাপাশি বাড়াতে পারে জ্বালানী ব্যয়ও।

আগের খবর
পাকিস্তানে উড়োজাহাজ চলাচলে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!