‘ছোট্ট চাঁদের’ সন্ধান পেল নাসা
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশযান ‘লুসির’ পাঠানো একটি গ্রহাণুর ছবি অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। ওই গ্রহাণুর নাম ‘দিনকিনেশ’। ছবিতে দেখা গেছে, গ্রহাণুটির চার পাশে ঘুরছে ‘ছোট্ট একটি চাঁদ’।
মহাকাশযান লুসি গত বুধবার…