৪ অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে পবিত্র ওমরাহ পালন

ধাপে ধাপে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মুসল্লিদের ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে সৌদি নাগরিক ও থাকা দেশটিতে প্রবাসীরা পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাবেন। এই ধাপে প্রতিদিন প্রায় ছয় হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : সৌদিপ্রবাসীদের মন্ত্রণালয় ঘেরাও, সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ। এই ধাপে প্রতিদিন প্রায় ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। এই ধাপে বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

আরও পড়তে পারেন : আটকে পড়া বাংলাদেশিদের ইকামার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সৌদি আরব গত মার্চ মাসে পবিত্র ওমরাহ স্থগিত করে। এ ছাড়া এবার পবিত্র হজ সীমিত পরিসরে পালন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!