হিমালয়ে পর্বতাভিযানে লাদাখ যাচ্ছেন দুই বাংলাদেশি

হিমালয়ের পশ্চিম অংশে একাধিক পর্বতশৃঙ্গ আরোহণে যাচ্ছেন দুই বাংলাদেশি পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান।

আগামী রোববার ভারতের লাদাখের উদ্দেশে রওনা হবেন তারা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৫ দিনের এ অভিযানে কাং ইয়াৎসে-২ (৬২৫০ মিটার), জো জংগো (৬২৫০ মিটার), জো জংগো-ইস্ট (৬২০০ মিটার), রিগিওনি মালাই রি-১ (৬০৮০ মিটার) ও রিগিওনি মালাই রি-২ (৬০০০ মিটার) নামের ছয় হাজার মিটারের মোট পাঁচটি চূড়া আরোহণের পরিকল্পনা রয়েছে দুই পর্বতারোহীর।

Travelion – Mobile

অভিযানে অংশ নিতে যাওয়া অভিযাত্রী সালেহীন আরশাদী বলেন, “পরিকল্পনা অনুযায়ী অভিযানটি সফল হলে এটি পর্বতারোহনের নতুন জাতীয় রেকর্ড হবে। কারণ এর আগে কোনো একক অভিযানে দুইটির বেশি ছয় হাজার মিটারের পর্বতারোহনের রেকর্ড নেই।”

‘গোযায়ান এক্সপেডিশন লাদাখ’ শিরোনামের অভিযানটি পর্বতভিত্তিক অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্ম অদ্রি আয়োজন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানটি উত্তর ভারতের লাদাখের মারখা উপত্যকায় অনুষ্ঠিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি লাদাখের রাজধানী লেহতে পৌঁছাবে সোমবার। লেহ শহরে দুদিন বিরতির পর দুই অভিযাত্রী বেইজক্যাম্পের উদ্দেশে ট্রেক শুরু করবেন।

ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গোযায়ানের পৃষ্ঠপোষকতায় এ অভিযানে ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) ও অ্যাডভেঞ্চার ক্লাব দ্য কোয়েস্ট সহযোগী হিসেবে থাকছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!