সিডনিতে বাংলাদেশির গ্রোসারি ও হালাল বুচারি চালু

অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুরি ফিল্ডে বাংলাদেশি মালিকানার সৈয়দ ব্রাদার্স সুপার শপের দেশীয় গ্রোসারি ও হালাল বুচারি চালু করা হয়েছে।

শনিবার দুপুরে জোহরের নামাজের পর ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এউপলক্ষে গ্রোসারি সামগ্রীর উপর বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়।

আরও পড়ত পারেন : শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু আগামী বছর

Travelion – Mobile

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, মসজিদের ইমাম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় কমিউনিটির ক্রেতারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতাদের অভিমত, স্থানীয় ম্যাকুরি ফিল্ডে সৈয়দ ব্রাদার্স সুপার শপ প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের স্বাদ ও হালাল মাংসের চাহিদা মেটাবে।

সৈয়দ ব্রাদার্স সুপার শপের পক্ষে সৈয়দ আকরামউল্লাহ বলেন, ফ্রেস মাছ ও হালাল মাংসের পাশাপাশি আমরা সুলভ মূল্যে বাংলাদেশি গ্রোসারিসহ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রতিযোগিতা মূলক দামে সরবরাহ করতে অঙ্গিকারবদ্ধ।

তিনি কমিউনিটির সবাইকে সৈয়দ ব্রাদার্স সুপার শপ থেকে তাদের প্রতিদিনকার খাদ্য সামগ্রী কেনার আহবান জানান।

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!