‘সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের আইনের আওতায় আনা হবে’

সংসদীয় কমিটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশে সরকার বিরোধী কার্যকলাপে জড়িত প্রবাসী বাংলাদেশিদের আইনের আওতায় আনা হবে। সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়া প্রতিবেদনে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারী, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারী প্রবাসীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।

দেশ/প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

বৈঠক সূত্র জানায়, কমিটির আগের বৈঠকে দেশের বাইরে দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর তৎপরতা বাড়ানো এবং এ ধরনের ‘অপকর্মে’ জড়িতদের চিহ্নিত করার সুপারিশ করেছিল সংসদীয় পর্যবেক্ষণ সংস্থা।

বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী/অভিবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

আগের খবর : নেতিবাচক প্রচার মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার

“দুঃখের বিষয়, ইতিবাচক ভূমিকা পালনের পাশাপাশি, তাদের অনেকেই বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। যারা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং উস্কানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য দিচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে।” প্রতিবেদন যোগ করা হয়েছে।

কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় যে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার রুখতে এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আন্তর্জাতিক গণমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশের নিয়মিত প্রচেষ্টা চলছে।

দেশ/প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তার উদ্দেশ্যমূলক ও তথ্যপূর্ণ প্রতিবাদপত্র (রিজোয়ন্ডার) প্রকাশের ব্যবস্থা নেয়।

কমিটির আগের বৈঠকে বিদেশে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, হাবিবে মিল্লাত প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!