লেবাননে ‘বৈরুত গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

লেবাননে বাংলাদেশে রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে সম্মানজনক ‘বৈরুত গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানী বৈরুতের সুকসে অনুষ্ঠিত ‘ন্যাশনস ডে ফেস্টিভ্যাল’ মেলার উদ্বোধনীধ অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা আবির আল আলী রাষ্ট্রদূতের হাতে এই পুরস্কার তুলে দেন।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন করেন লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা আবির আল আলী। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। তারা মেলায় অংশগ্রনকারী সকল স্টল পরিদর্শন করেন।

Travelion – Mobile

মেলায় বাংলাদেশ সহ ইন্ডিয়া, শ্রীলংকা, তুরস্ক, ইন্দোনেশিয়া সহ প্রায় ২০টি দেশ তাদের নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে মেলায় অংশগ্রহন করে। বিভিন্ন দেশ তাদের নিজ দেশের ঐতিহ্য তুলে ধরে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে বাংলাদেশিরা শিল্পীরা
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে বাংলাদেশিরা শিল্পীরা

বাংলাদেশ স্টলে ছিল বাংলাদেশের পর্যটন শিল্পের উপর বিভিন্ন পুস্তিকা, আরবী ভাষায় মুদ্রিত বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন বইটি, হাতে তৈরী বিভিন্ন ধরনের হস্তশিল্প ও বিভিন্ন ধরনের মশলা।

বাংলাদেশ স্টল নিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন শিল্পকে বিদেশিদের কাছে তুলে ধরতেই আমরা মেলায় অংশ নিয়েছি।

এসময় বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি সহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দেশের নাগরিকরা মেলায় উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!