লেবাননে চিকিৎসাধীন বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননের ত্রিপলীতে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৩০) নামে বাংলাদেশি এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৭ টায় ত্রিপলীর সরকারী স্থানীয় একটি সরকারী হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার রাঁধানগর গ্রামের মজিদ বিশ্বাসের মেয়ে। বর্তমানে তাঁর মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

লেবাননে থাকা তাঁর স্বামী সৌরভ মন্ডল জানায়, গত ৪ বছর আগে তিনি তাঁর স্ত্রী কে গৃহকর্মীর ভিসায় লেবানন নিয়ে আসেন। স্ত্রী মনোয়ারা খাতুনসহ তারা ত্রিপলীর আলমিনা এলাকায় বাস করতেন।

Travelion – Mobile

গত ৩১ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে মনোয়ারা হাসপাতালে ভর্তি হন। প্রায় ২৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছে, লিভারে সমস্যার কারনে তাঁর মৃত্যু হয়েছে।

মরদেহ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর স্বামী ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!