লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্যবস্থা

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ ব্যবস্থা নিল। খবর আরব নিউজের।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদদপুষ্ট শিয়াগোষ্ঠী সন্ত্রাসী হামলার হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য ‘বাস্তব’ ও ‘নির্ভরযোগ্য’ হুমকি তৈরি করেছে।

Travelion – Mobile

হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সে দেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন।

এমন সময়ে কেন অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিন নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’কেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

লেবাননে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ লাভ করেছে। দেশটির ৮০ শতাংশের মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন বলে ধারণা করা হয়।

দেশটিতে ২০২২ সালের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্ষমতাসীনদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!