লিবিয়ায় বাংলাদেশি জনশক্তির জন্য ভিসা প্রদানের অনুরোধ

লিবিয়ায় বাংলাদেশের জনশক্তির অনুকূলে প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদানের জন্য দেশটি কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (৭ আগস্ট) লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মুরাদ হামাইমার সঙ্গে সাক্ষাতের সময় বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম শামীম-উজ-জামানএই অনুরোধ জানান।

অলোচনায় উভয়পক্ষই পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় এবং লিবিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Travelion – Mobile

এসময় রাষ্ট্রদূত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দুস্থ ও আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।

আরও পড়তে পারেন : লিবিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সংকটের সময়ে লিবিয়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য লিবিয়ায় বসবাসরত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি প্রবাসীদের ধন্যবাদ জানান।

তিনি লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের সমস্যা সমাধানে সব ধরনের সমর্থন ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!