যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রে মিজৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণ নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের বিপিগ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও নগদ অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করে বলে জানা যায়।

নিহত ইয়াজউদ্দিন চট্টগ্রামের মীরসরাই ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছোট ছেলে।

ইয়াজের বাবা মারা যাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তার খালা রেহানা বেগম। এই তরুণ পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।

রেহানা বেগম বলেন, ইয়াজ খুবই দয়ালু ছিল। সে সব সময় মানুষজনকে সাহায্য করতো। এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন এক যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী।

ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। নিহত ইয়াজউদ্দিন ওই পেট্রল স্টেশনেই কাজ করতেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!