যাত্রীর হাঁচিতে ফ্লাইটের জরুরি অবতরণ!

যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট । কিন্তু গন্তব্য আর পৌঁছানো হল না। মাঝপথেই জরুরী অবতরণ করতে হল শুধু একটি ‘হাঁচির’ জন্য ।

জানা যায়, যাত্রাপথে এক যাত্রী হাঁচি দেয়ার পর গোটা উড়োজাহাজ জুড়ে আতঙ্ক তৈরি হয়। প্রাণঘাতি করোনাভাইরাস ঝুঁকি এড়াতে ফ্লাইটের সকল যাত্রীদের অনুরোধে মাঝ আকাশ থেকে নেমে পড়ল নিকটের ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে। সেখানেই নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।

তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে । কারণ, উড়োজাহাজে হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়, এলার্জি জনিত সমস্যার কারণে যাত্রাপথে তার হাঁচি আসে।

Travelion – Mobile

বিমান সংস্থা জানিয়েছে,”নিরাপদে অবতরণের পরে উড়োজাহাজটি স্বাস্থ্যে বিভাগ ও বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ পরীক্ষা করে দেখে।”

কেসিএনসি-টিভি জানিয়েছে যে এফবিআই তদন্ত করছে, তবে কোনও অভিযোগ দায়ের করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!