মালয়েশিয়ায় কর্মী নিয়োগ : বাস্তবায়ন হচ্ছে অনলাইন ইন্টিগ্রেট

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে,বাংলাদেশের অনলাইন ইন্টিগ্রেট ব্যবস্থা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে বলে আশা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ।

সোমবার (২০ মার্চ ) দুই দেশের সচিব পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

তিনি জানান, অনলাইন ইন্টিগ্রেট ব্যবস্থা বাস্তবায়ন হওয়ার পর থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে মালয়েশিয়ার ডাটাবেজের সমন্বয় হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরো সহজ ও পরিচ্ছন্ন হবে।

সভায় কর্মী প্রেরণের পুরো বিষয়টিকে কিভাবে দ্রুত করার উপর জোর দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, বাংলাদেশ যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছে ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে। ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু জন্য মালয়েশিয়াকে বলা হয়েছে। তা যত দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

বিদেশি শ্রমিক আবেদনের কোটা অনুমোদন স্থগিতে মালয়েশিয়ার সিদ্ধান্তে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানান প্রবাসী কল্যাণ সচিব।

এ বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ায়া যাওয়ার জন্য যারা ডাটাবেজ পূরণ করেছেন তারা যেতে পারবেন, এতে কোন বাধা থাকবে না।

প্রবাসী কল্যাণ সচিব বলেন, যে পরিমাণ ওয়ার্ক অর্ডার অনুমোদন হয়েছে, ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে। ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু জন্য মালয়েশিয়াকে বলা হয়েছে। তা যত দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

এছাড়াও সভায়,বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ খরচ নিয়োগকর্তার বহনের বিষয়টিও মনিটরিং ও নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

সচিব বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কিছু ফি আছে যেগুলো এমপ্লয়ারদের বহন করার কথা। অনেক ক্ষেত্রে এগুলো কর্মী ও এজেন্ট এর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো তারা স্পষ্ট করবে বলে জানিয়েছে।

মালয়েশিয়া প্রান্ত থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত ছিলেন, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতো হাজী আসরী বিন আব রহমান রহমান, উপ মহাসচিব (অপারেশন) দাতুক মুহাদ খায়রি রজমান বিন মোহাম্মদ আনুয়ার, মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের আন্ডার সেক্রেটারি রাজা মোহাম্মদ নিজাম বিন রাজা কামারুল বাহরিন, অভিবাসন বিভাগ (বিদেশি শ্রমিক বিভাগ) পরিচালক আইয়ুব বিন আবদ রহমান, মানবসম্পদ মন্ত্রণালয়ের (নীতি বিভাগ) প্রধানসহকারি সচিব তুয়ান হাজী শাহাবুদ্দিন বিন আবু বকর।

এ ছাড়া যুক্ত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নূর আতিকা বিনতি আব্দুল বাসিত, মোহাম্মদ শাজওয়ান বিন সালেহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নরাফিজান বিন মুস্তাফা, মানবসম্পদ মন্ত্রণালয়ের নুর হানানী বিনতি মুহাম্মদ ও আনাস বিন শাফি।

যুক্ত ছিলেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, মিনষ্টিার লেবার নাজমুছ সাদাত সেলিম, কাউন্সেলর লেবার মো: জহিরুল ইসলাম, পথম সচিন লেবার এএসএম জাহিদুর রহমান ও ২য় সচিব লেবার সুমন কুমার দাস।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!