ভারতে ২১ দিনের লকডাউন জারি

ভারতে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন। এর আগে ‘জনতা কার্ফু’র কথা বলেছিলেন মোদী।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে করোনা ভাইরাসরোধে পুরো দেশে লকডাউনের কথা ঘোষণা করলেন মোদী।

মোদী বলেন, ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’

Travelion – Mobile

তিনি বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের। হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন।’

আগের বারই মোদী বলেছিলেন, ‘আমি আপনাদের জীবনের কয়েকটা সপ্তাহ চাইছি।’ এবার সেই বক্তব্যই ব্যাখ্যা করে মোদী বলেন, ‘আগামী তিন সপ্তাহ দেশ জুড়ে জারি থাকবে লকডাউন। কেউ বাড়ি থেকে বেরবেন না।

তাঁর কথা অনুযায়ী, ‘বাড়ির বাইরে লক্ষণরেখা টেনে দিন।’ দেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গলিতে জারি থাকবে লকডাউন। সতর্ক করে তিনি বলেন, অনেক উন্নত দেশও এই ভাইরাসের কাছে হার মেনেছে। অনেক প্রস্তুতি নিয়েও একে থামানো সম্ভব হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!