ভারতে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা

বাংলাদেশিদের জন্য কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে ভারত। প্রায় ২০ মাস পর ভারতে এই সুবিধা পাচ্ছেন বাংলাদেশসহ আরও ৯৮টি দেশের ভ্রমণকারীরা।

সোমবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের ভারতে গিয়ে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে পৌঁছানোর পর প্রথম ১৪ দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতে হবে তাদের।

ভারত সরকারে ঘোষণা অনুযায়ী, জাতীয়ভাবে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণডোজ গ্রহীতাদের সনদের স্বীকৃতির ক্ষেত্রে যেসব দেশের সঙ্গে ভারতের পারস্পরিক চুক্তি রয়েছে এবং যারা ভারতীয় নাগরিকদের ছাড় দিচ্ছে, সেসব দেশের ভ্রমণকারীদেরও একই সুবিধা দেবে ভারত।

Travelion – Mobile

গত ১৩ নভেম্বর পর্যন্ত এ ধরনের দেশের সংখ্যা ৯৯টি, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এখন থেকে এসব দেশের ভ্রমণকারীদের ভারতে পৌঁছানোর পর করোনা পরীক্ষার ঝামেলাতেও পড়তে হবে না।

প্রায় দেড় বছর সীমান্ত বন্ধ থাকার পর গত ১৫ অক্টোরব থেকে চার্টার্ড ফ্লাইটের পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছিল ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হয় বাণিজ্যিক ফ্লাইটের পর্যটকদের প্রবেশের সুযোগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!