বিনা ভিসায় ওমান প্রবেশের সুযোগ জিসিসি দেশের প্রবাসীদের

সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন

ওমানে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ পাবেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোতে বসবাসরত বৈধ ভিসা বা আকামাধারী প্রবাসীরা।

জিসিসিভুক্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের প্রবাসীরা বাণিজ্যিক কাজে জিসিসিভুক্ত দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স (আরওপি) দ্বারা জারি করা নির্দেশের ভিত্তিতে, ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা জারি করেছে।

Travelion – Mobile

ঘোষণায় বলা হয়,’উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলির সমস্ত বাসিন্দাদের সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের জন্য ওমানে প্রবেশের অধিকার রয়েছে’।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

‘এই সুবিধা পেতে হলে, আবাসিক ভিসা বা আকামাটি জিসিসি-তে বৈধ হতে হবে এবং যার মেয়াদ কমপক্ষে ৩ মাস থাকতে হবে’।

দেশগুলির প্রবাসী বা বিদেশি বাসিন্দাদের বিনা ভিসায় ভ্রমণ সম্পর্কিত নোটিশে আরও বলা হয়েছে যে, ওমানে আগত ব্যক্তির জন্য তার বসবাসের দেশ থেকে সরাসরি ভ্রমণ করা বাধ্যতামূলক নয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যেকোন জিসিসি দেশের একজন প্রবাসীকে যে কোনও সময় এবং যে কোনও গন্তব্য থেকে ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!