বিদেশে বসে অপপ্রচার-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে৷ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশও বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিচ্ছে সরকার৷

তিনি বলেন, ইতোমধ্যে অনেককে চিহ্নিত করে সেই দেশের প্রবাসীদের দিয়ে মামলা করানো হয়েছে। অপপ্রচারকারীদের মনে রাখা জরুরী সাত নদী তেরো সাগর পাড়ি দিয়ে দেওয়া মানে দূরত্ব না৷

গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Travelion – Mobile

মন্ত্রী অপপ্রচার রুখতে স্থানীয় নেতাদের অনুরোধ জানিয়ে বলেন, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০ জন জবাব দিলে অপপ্রচার ঢাকা পড়ে যায়৷ তাই আপনাদের সোচ্চার হতে হবে৷ মনে রাখতে হবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দুই দেশের জন্যই হুমকি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়ে আওয়ামী লীগ ও সরকার সোচ্চার হলেও বিএনপি-জামায়াত নীরব। তারা একটি শব্দও করে না৷ ইহুদিদের বিএনপি-জামায়াত অখুশি করতে চায় না৷ জামায়াত ইসলামের স্লোগান দিলেও এখন কিছু বলে না৷ আল্লাহ পাক তাদের উপর নারাজ।

তিনি বলেন, বিএনপি মনে করেছে ইহুদিরা তাদের কোলে করে ফিডার খাওয়াতে খাওয়াতে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তা হবে না৷ মানুষ লাইন ধরে ভোট দেবে আর সেই ভোটে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন৷

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

উল্লেখ, কপ-২৮ সম্মেলনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ সংযুক্ত আরব আমিরাত সফর গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সম্মেলনে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

১৩ দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!