বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনের মধ্যদিয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

রবিবার (১০ জানুয়ারি) রাজধানী মানামায় দূতাবাস ভবনে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে আসা আল খালিফা কর্নারটির উদ্বোধন করেন।

এ সময় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর আরবি ভাষায় রূপান্তর বই শেখা রানাকে উপহার হিসেবে দেন।

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করছেন অতিথিরা (বামে)। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানাকে  আরবি ভাষায় রূপান্তর 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী' তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম (ডানে)
বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করছেন অতিথিরা (বামে)। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানাকে আরবি ভাষায় রূপান্তর ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম (ডানে)

অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ওমানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

কর্ণারে প্রচুর বই, কিছু দুলর্ভ ছবি ও বঙ্গবন্ধুর কিছু বাণী রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষণ একটি বড় ক্যানভাসে লেখা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!