বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপের সহযোগিতা কামনা

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সরকারি বিনিময় মূল্যে ডলার প্রদান বা রুপিয়ার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি দেশটিতে থাকা পরিচয়পত্রহীন (আনডকুমেন্টেড) প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সহযোগিতা দেওয়ার অনুরোধ রাখা হয়েছে ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীরের সঙ্গে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এই অনুরোধ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

Travelion – Mobile

এছাড়াও হাইকমিশনার, প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রশিদ প্রদান করাসহ ডলারে বেতন পরিশোধ করার অনুরোধ জানান।

আরও পড়তে পারেন : প্রবাসীরা দেশে ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না

উভয় দেশের মধ্যকার আরও দ্বিপাক্ষিক ভালো সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান হাইকমিশনার।

মালদ্বীপের অর্থমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করে এ বিষয়ে তার সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতের সময় মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনের রথম সচিব ও চ্যান্সারি প্রধান মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!