প্রবাসীদের জন্য ‘সিটি বন্ড’ চালু করতে যাচ্ছে ঢাকা সিটি করপোরেশন

আমিরাতে কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি করপোরেশন প্রবাসীদের জন্য সিটি বন্ড চালু করতে যাচ্ছে; যা মনিটরিং করবে সিকিউরিটি এক্সচেঞ্জ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজ্য দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

দুবাইয়ে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেয়র মো. আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
দুবাইয়ে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেয়র মো. আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

Travelion – Mobile

উপস্থিত ছিলেন। দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এমএ বাশার, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ, উপদেষ্টা আবুল কালাম সিআইপি প্রমুখ।

মেয়র মো. আতিকুল ইসলাম সিটি বন্ডের মাধ্যমে দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানান প্রবাসীদের।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ঢাকা সিটি করপোরেশন আনপ্লান থাকত না, কিন্তু তিনি যখন দেশের উন্নয়নের দিকে এগোচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। এতে দেশ ৩৫ বছর পিছিয়ে গেছে। অন্যথায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নত দেশের কাতারে পৌঁছে যেত।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালকে টার্গেট করে আমাদের বলে দিয়েছেন যেভাবে হোক ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হতে হবে।

দুবাইয়ে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেয়র মো. আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
দুবাইয়ে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেয়র মো. আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে বিশ্বে উল্লেখযোগ্য সিটি করপোরেশনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নওশের আলী, আইয়ুব আলী বাবুল, হাজী আবদুল করিম সিআইপি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, অধ্যাপক আবদুস সবুর, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী শহিদুল ইসলাম, আবদুল আলিম, মো. রাজা মল্লিক, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, এসএম শফিকুল ইসলাম শফি, সাফায়েত উল্লাহ, শিমুল মোস্তাফা সিআইপি, জাকির হোসেন, জাহাঙ্গীর রুপু, আরশাদ আলম, সোহরাব হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!