পর্তুগালে ব্যক্তিগত দ্বন্দ্বে বাংলাদেশিকে হত্যার চেষ্টা

পর্তুগালে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এক বাংলাদেশি ছুরিকাঘাতে আরেক বাংলাদেশিকে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশির আশংকাজনক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানী লিসবনের ডাউন টাউনের ব্যস্ততম রুয়া দ্য প্রাতায় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, নিজ বাসায় বাংলাদেশি সিলেট জেলার মোহাম্মদ ইসলাম অন্য আরেক বাংলাদেশি মাদারীপুর জেলার সদর থানার নয়ন (৩০) কে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে হত্যার চেষ্টা করে। ইসলাম ছুরি দিয়ে নয়নের শরীরে ৭টি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

Travelion – Mobile

প্রাণ বাঁচাতে শরীরের মারাত্মক জখম ও রক্তাত্ত অবস্থায় দ্রুত ঘর ছেড়ে বাসার বাইরে চলে আসে এবং রাস্তায় এসে ঢলে পড়ে। প্রথমে পথচারিরা নয়ন কে উদ্ধার করে এবং পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় তাঁকে লিসবনের সাঁ জোয়া হাসপাতালে ভর্তি করায়।

ঘটনাস্থলের বাসা এবং সড়কটি স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে সিল করে দেয়। এ ছাড়া পুলিশ মোহাম্মদ ইসলামকে আসামি করে একটি সাধারণ ডায়রি (মামলা) নোট করেছে এবং আসামিকে ধরতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!