পর্তুগালের লিসবন শিল্পী গোষ্ঠীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

পর্তুগালের সাংস্কৃতিক সংগঠন লিসবন শিল্পী গোষ্ঠী উদ্দ্যেগে করোনা মহামারির কারনে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

লিসবন শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন CRCIPT র সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন, প্রধান মেহমান ছিলেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদার।

স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক পরিচালক আবু নাঈম মু শহীদুল্লাহ, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, মার্তিম মনিজ জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাজেদুল আলম, শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

Travelion – Mobile

এছাড়া আরো ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন CRCIPT লিসবন মহানগর পশ্চিমের সভাপতি হুমাউন কবির, পূর্বের সভাপতি রুবেল আহমদ, পর্তো মহানগর সভাপতি নবীউল হক।

অনুষ্ঠানে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন লিসবন শিল্পীগোষ্টী ও কালচারাল গ্রুপ অব পোর্তু সদস্যবৃন্দ।

সভা সমাপ্তির পূর্বে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!