নিউইয়র্কে বেপরোয়া গাড়ির চাপায় বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটানে রাস্তা থেকে মুন্না খান ওরফে বরকত (২২) নামের এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে টহল পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় বরকত তার বাইকযোগে ফুড ডেলিভারির সময় একটি বেপোরোয় গাড়ির চাপায় নিহত হন বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

তার লাশ উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Travelion – Mobile

ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্না খান বরকতের দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে।

দালালকে মোটা অংকের টাকা দিয়ে ভারত-মধ্যপ্রাচ্য-ব্রাজিল-মেক্সিকো হয়ে দুর্গম সীমান্ত অতিক্রম করে তিন বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বরকত।

নিজের ও দেশে থাকা মা-বাবা-ভাই-বোনের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় করোনা মহামারিকালেও রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করছিলেন বরকত।

গত ৪-৫ বছরে একইভাবে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে নিউইয়র্কে আসা অন্তত ৬ বাংলাদেশি যুবকের প্রাণ ঝরেছে ইলেকট্রিক বাইকে ফুড ডেলিভারির সময় দ্রুতগামী গাড়ির চাপায় অথবা নির্মাণ শ্রমিক হিসেবে কাজের সময় দেয়াল চাপায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!