নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী সমিতির নির্বাচনে গিয়াস-তারেক পরিষদ জয়ী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে গিয়াস-তারেকের পুরো পরিষদ জয়ী হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)’ নামে পরিচিত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে জেবিবিএর কার্যকরী পরিষদের ১৫টি পদে গিয়াস-তারেক ও টুকু-মুনীর পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ৩৮৯ জন বাংলাদেশি ব্যবসায়ী ও তাদের প্রতিনিধি ভোট দেন। রাত ১০টায় নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।

নির্বাচনে গিয়াস আহমেদ সভাপতি, মোল্লা এম এ মাসুদ ও মো. হামাস জিলানী সহ-সভাপতি, মো. তারেক হাসান খান সাধারণ সম্পাদক, মো. মফিজুর রহমান যুগ্ম সম্পাদক, এসএম আবুল হাসান কোষাধ্যক্ষ, আতিকুল ইসলাম জাকির সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক জাফর উল্লাহ মিলন, বেলাল আহমেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. জেড রহমান আকাশ দপ্তর সম্পাদক এবং কার্যকরী সদস্যরা হলেন- ডা. বর্ণালী হাসান, রকি অ্যালিয়ান, আব্দুর আলিম, খালেদ আখতার ও মো. হীরা।

Travelion – Mobile

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. এ বরো ভূঁইয়া, নির্বাচন কমিশনার জাফর মিতা, বেলায়েত হোসেন বেলাল ও আবু হেলেন হোসেন।

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি ব্যবসা সমিতি দু’গ্রুপে বিভক্ত। অপর আরেকটি গ্রুপের আহ্বায়ক মোহাম্মদ পিয়ার ও সদস্য সচিব হারুণ ভূঁইয়া। এর আগে জেবিবিএর নির্বাচন স্থগিতের একটি আবেদন নাকচ করে দেয় কুইন্স সুপ্রিম কোর্ট।

দুই অংশকে ঐক্যবদ্ধ করার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার (৯ জানুয়ারি) একাংশের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফলে নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে ঐক্যবদ্ধের বদলে দ্বিধা বিভক্ত আরও বাড়বে বলে অনেকেই ধারণা করছেন।

তবে নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক মো. তারেক এইচ খান বিজয়ী নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে উল্লেখ করেছেন। তারা বলেন, গিয়াস-তারেক পরিষদের যেসব প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়নে কাজ করবেন। সূত্র: যুগান্তর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!