দুদকের মামলায় বিমানের পরিচালকসহ ২ কর্মকর্তা গ্রেপ্তার

বিমানে কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে ক্ষতিসাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার দুজন হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও ডিজিএম ইফতিখার হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল তাদেরকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।

Travelion – Mobile

দুদক জনসংযোগ বিভাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেফতার দুইজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মঙ্গলবার বেলা ১২টায় দুদক ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক উপ পরিচালক নাসিরুদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!