জার্মান আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

স্থানীয় সময় ২২ ডিসেম্বর (রবিবার) ফ্রাঙ্কফ্রুটের একটি হল রুমে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাবু জাফর স্বপন।

হাকিম টিটুর এর টি পরিচালনায় ক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রফেসর শরিফুজ্জামান, সাহাবুদ্দিন, মাহফুজ ফারুক,۔মোবারক আলী ভূঁইয়া বকুল, ۔নজরুল ইসলাম খালেদ, নোমান হামিদ ও অন্য নেতারা।

Travelion – Mobile

সভায় বক্তারা, ধান্দাবাজ ও হাইব্রিড মুক্ত প্রকৃত মুজিব সৈনিকদের নিয়ে অচিরেই জার্মান আওয়ামী লীগেরর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিউনিখ۔হামবুর্গ۔নর্দান ভেস্ট ফেলেনসহ বিভিন্ন  শহর থেকে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেন
মিউনিখ۔হামবুর্গ۔নর্দান ভেস্ট ফেলেনসহ বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেন

সভায় আগামী বছর জাতির জনকের জম্ম শত বার্ষিকী জাকজমকপূর্ণ আয়োজনে পালন করার সিদ্বান্ত নেওয়া হয়। ۔

সভার শুরুতে কোরান তেলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও জাতিরজনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।

অনুষ্ঠানে মিউনিখ۔হামবুর্গ۔নর্দান ভেস্ট ফেলেনসহ বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!