জার্মানিতে সার্বজনীন দুর্গোৎসব উদযাপিত

বিপুল উৎসাহ উদীপনার মধ্যে দিয়ে জার্মানিতে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।

রাজধানী বার্লিন, কোলন, মিউনিখ, ফ্রাঙ্কফুট ও ডুসেলডর্ফসহ বিভিন্ন অঙ্গরাজ্যে মণ্ডপ ন্থাপন করে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। বার্লিনে প্রথমবারের মত দুই বাংলার তরুণরা যৌথভাবে দুর্গোৎসবের আয়োজন করে।

বিভিন্ন অঙ্গরাজ্য পূজামণ্ডপগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই চলে নানা ধর্মীয় আচার আচরণ। শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতী, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Travelion – Mobile

সর্বস্তরের দেবী মা দূর্গার ভক্ত ও পূজারীরা অংশ নেন মহা আনন্দে। দুই বাংলার পূজারীদের পাশাপাশি স্থানীয় জার্মানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

করোনা সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে মহাখুশী। দেবীকে অঞ্জলি দেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছার।

আয়োজকরা জানান দেবী দুর্গার এবারের আগমন সবার জন্যই হবে মঙ্গলের। তাইতো দেবীর আরাধনায় কেটে যাচ্ছে উৎসবের দিনগুলো।

শুক্রবার দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দূর্গোৎসব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!