জার্মানিতে কয়েকশ পাসপোর্ট ও পরিচয়পত্র চুরি

পূর্ব জার্মানির ক্য়োটেন শহরের নিবন্ধন অফিসের সিন্দুক থেকে কয়েকশ পরিচয়পত্র ও পাসপোর্ট চুরি হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে৷ চোরেরা আঙুল স্ক্যান করার দুটি যন্ত্রও নিয়ে গেছে৷ কিছু ইউনিফর্মও খোয়া গেছে ৷

ডয়চে ভেল জানাচ্ছে, চুরি যাওয়া পরিচয়পত্রগুলো ইতিমধ্যে ইলেকট্রনিক্যালি অকার্যকর করে দেয়া হয়েছে৷ শিগগিরই নতুন পরিচয়পত্রের ব্য়বস্থা করা হবে বলে জানানো হয়েছে ৷ পরিচয়পত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও আঙুলের ছাপ থাকে৷

সাময়িক অসুবিধার জন্য় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন শহরের মেয়র ব্যার্ন্ড হাওশিল্ড৷ কিছু ইউনিফর্মও চুরি হয়েছে জানিয়ে তিনি নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন৷

Travelion – Mobile

মেয়র স্বীকার করেছেন, নিবন্ধন অফিসে অ্যালার্ম সিস্টেম ছিল না, সিন্দুকের উপর নজর রাখার জন্য় ক্যামেরািও ছিল না৷ ‘‘এতদিন পর্যন্ত তার প্রয়োজন পড়েনি,’’ বলে স্থানীয় মিতেলডয়েচ সাইটুং পত্রিকাকে জানিয়েছেন তিনি৷

ক্যোটেন শহরের অধিবাসীর সংখ্যা প্রায় ২৭ হাজার৷ বিখ্যাত কম্পোজার ইয়োহান সেবাস্টিয়ান বাখ একসময় সেখানে বাস করতেন৷

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!