গান শুনিয়ে প্রজননে উৎসাহ দেয়া হচ্ছে বানরদের!

রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের। প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাংকি ফরেস্ট কর্তৃপক্ষ।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেষ প্রজাতির বানরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বানরের সংখ্যা কমে গেছে।

এখন বানরদের প্রজননের মৌসুম। গান শুনিয়ে তাই বানরদের মন ভাল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।

Travelion – Mobile

সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ম্যাট লাভ বলেন, “এই উদ্যোগ নিয়েছি বানরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বানররা বিপন্ন। এটা প্রজননের মৌসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি না তা নিয়ে একটা পরীক্ষানিরীক্ষাও চলছে।”

আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়ের গান শোনানো হচ্ছে বানরদের।

সূত্র: নিউজউইক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!