খালেদা জিয়ার মুক্তি দাবি বাহরাইন শ্রমিক দলের

দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে কারা মুক্তি দাবি করেছে বাহরাইন জাতীয়তাবাদী শ্রমিক দল।

বেগম জিয়ার কারা মুক্তির দাবিতে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই দাবি করেন। তারা বলেছেন, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বন্দি থাকা মানে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, ভোটাধিকার বন্দি থাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র মুক্তির একমাত্র সমাধান।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী মানামায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা মীর হোসেন।

Travelion – Mobile

বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, এস রাজু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাড়া ফেনী জেলা ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক মিজান।

সভা শেষে বেগম খালেদা জিয়া রোগ মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জাহাঙ্গীর আলম।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!