কোরিয়ায় প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ছে!

কোভিড-১৯ মহামারীতে বিদেশি কর্মী যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে যেতে পারছে না তাদেরকে বৈধভাবে থাকার জন্য ভিসার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী চুং-সি-কিউন বলেছেন, সরকার বিদেশী কর্মীদের থাকার ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য এবং সাময়িক ভাবে তাদের খামারে কাজ করতে দেওয়ার পরিকল্পনা করছে।

চুন বলছেন যে, এটি তাদের জন্য ভালো সুযোগ হবে যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সারা বিশ্বে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে চলে যেতে পারছেন না এবং আসন্ন কৃষি মৌসুমেও কৃষকদের শ্রমিকের প্রয়োজন।

Travelion – Mobile

চুন আরো বলেন, ভাইরাসের মহামারীর পরে কৃষকরা প্রচুর শ্রমিক সংকটের মুখোমুখি হয়েছেন এবং বিদেশি কর্মীরা রিপোর্ট করেছে যে, তাদের দেশে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তারা এখানে আটকে রয়েছে।

হাইকমিশনারের সঙ্গে আলাপন :সমসাময়িক বিষয় রেজিনা আহমেদ, মান্যবর হাইকমিশনার, মরিশাস

২৬ জুলাই, রবিবার -মরিশাস : রাত ৮.৩০ টা, বাংলাদেশ : রাত ১০.৩০ টাআকাশযাত্রার সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ নিচের যে কোন একটি লিংকে :https://www.facebook.com/akashjatrafans https://www.facebook.com/akashjatrabdমরিশাসপ্রবাসীদের যে কােন বিষয়ে জানার থাকলে কমেন্টসে প্রশ্ন দিতে পারেন। অতিথি আলোচকশাহিন সরদার, পরিচালক, বিসিসি ফ্যামিলি স্কুলব্যারিস্টার দিলরুবা নাওশিন আইনজীবী, মরিশাসশাহ আলম খান, ব্যবসায়িক ব্যক্তিত্ব, মরিশাসনাজমুল বাসার, কমিউনিটি ব্যক্তিত্ব, মরিশাসমোহাম্মদ হাফিজ, কমিউনিটি সংগঠক, মরিশাসজহিরুল মিনা, প্রবাসী ব্যবসায়ী, মরিশাসপরিকল্পনা ও পরিচালনা : এজাজ মাহমুদ. প্রধান সম্পাদক-আকাশযাত্রাসঞ্চলনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপকসমন্বয় : মোহাম্মদ হাফিজ, কমিউনিটি সংগঠক, মরিশাস

Posted by AkashJatra on Sunday, July 26, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!