কুয়েতের বাইরে অবস্থান ৬ মাসের বেশি হলে ‘আকামা’ বাতিল

কুয়েতের বাহিরে ৬ মাস বা তার বেশি সময় অবস্থান করলে প্রবাসীদের ভিসা বা আকামা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ এ সিদ্ধান্ত জারি করেছে।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস প্রকাশিত সংবাদে জানানো হয়, অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ নাম্বার (অংশীদার ভিসা), ২২ নাম্বার (ফ্যামিলি ভিসা), ২৩ নাম্বার (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ নাম্বার (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারক প্রবাসীদের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর হবে।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : কুয়েতে বিদ্যুৎ কেড়ে নিল প্রবাসী বাংলাদেশির জীবন

এ সব ক্যাটাগরির প্রবাসীরা ৬ মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের আকামা ১২ ধারার বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

কুয়েতের বাইরে উপস্থিতির সময়কাল গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে প্রবেশের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩।

পূর্বে আর্টিকেল ১৮ নাম্বার (প্রাইভেট ভিসা) ধারকদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা ৬ মাস বা তার বেশি সময়ের জন্য কুয়েতের বাইরে ছিল ২০২২ সালের মে থেকে গণনা শুরু হয়েছিল।

আরও পড়তে পারেন : পাপুলের ২ কুয়েতি সহযাগীর ৫ বছর করে কারাদণ্ড, বড় অংকের জরিমানা

আর্টিকেল ১৮-এর প্রবাসীদের ৩১ অক্টোবর ২০২২ এর আগে কুয়েতে প্রবেশ করতে হবে।

মহামারি সংকটের কারণে কিছু দেশে কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দৃষ্টিকোণ থেকে অনলাইনে আকামা নবায়নের মাধ্যমে প্রবাসীদের ২ বছরেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে থাকার সুযোগ দিয়েছিল।

কুয়েতের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!