কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীশক্তির পুনর্মিলন

কুয়েতের ধুধু মরুভূমিতে শীতের মনোরম আবহাওয়ায় দিনভর পুনর্মিলনে এক হয়েছিল প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ নানা শ্রণির পেশার বাংলাদেশিদের উপস্থিতি আর আবেগঘন আনন্দ আয়োজনে মরুর বুকে জেগেছিল এক টুকরো বাংলাদেশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) কুয়েত রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আবদালি মরুভূমিতে এ আয়েজনের উদ্যোগ নেয় কুয়েতপ্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন “উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন”।

সামাজিক উন্নয়নের পাশাপাশি নারী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশীয় সংস্কৃতি বজায় রেখে ঘরে তৈরি খাবার প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সংগঠনটি।

কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীশক্তির পুনর্মিলন
কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীশক্তির পুনর্মিলন

আনন্দ আয়োজনের চেয়েও বড় লক্ষ্য, প্রবাসী প্রজন্মকে বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের স্বাদ দেওয়া, বেঁড়ে তোলা।

Travelion – Mobile

দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে আড্ডা-গল্প-গান-কবিতায় মেতে ওঠেছিলেন সবাই।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গনাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন ইসলাম বলেন, “নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা”।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডা. বুশরা হাবিব বলেন, “এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা আমাদের সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে নি:সন্দেহে”।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার মৌসুমী বলেন, “নারীরা এগিয়ে গেলে দেশে এগিয়ে যায় “এই স্লোগানকে সামনে রেখে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরছে প্রবাসের মাটিতে।

আয়োজনের নানা দায়িত্বে ছিলেন, সহ সাধারণ সম্পাদক রওশন আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক শুভ্রা পাল, প্রচার সম্পাদক হালিমা চাঁদনীসহ অনেকে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!