কাতারে ফিফা বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপের রক্তদান

কাতারে মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে রক্তের বন্ধনে বাঁধি প্রাণ- শ্লোগান ধারণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে ফিফা বাংলাদেশি ভলান্টিয়ার গ্রুপ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী দোহার হামাদ মেডিকেল কর্পোরেশনে ব্লাড ডোনেশন সেন্টারে কর্মসূচীতে রক্ত দেন ৬০ জন প্রবাসী বাংলাদেশি তরুণ।

কাতারে বিভিন্ন খাতে কর্মরত এই প্রবাসী তরুণরা আগামী ফিফা বিশ্বকাপ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে নিবন্ধিত স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Travelion – Mobile

আয়োজকরা জানান, কাতারে বিভিন্ন হাসপাতালে অসুস্থ মানুষের চিকিৎসায় প্রতিদিনই প্রচুর রক্তের প্রয়োজন হয়। মানবিকতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জল রাখতেই এমন কর্মসূচীর আয়োজন স্বেচ্ছাসেবক তরুণদের।

হামাদ মেডিকেল কর্পোরেশনে ব্লাড ডোনেশন সেন্টারে কর্মসূচীতে রক্ত দেন  প্রবাসী বাংলাদেশি তরুণরা।
হামাদ মেডিকেল কর্পোরেশনে ব্লাড ডোনেশন সেন্টারে কর্মসূচীতে রক্ত দেন প্রবাসী বাংলাদেশি তরুণরা।

রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

স্বেচ্ছাসেবি তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, অন্যের জীবন বাঁচাতে রক্ত দিতে এগিয়ে আসা কেবল মহৎপ্রাণ তরুণদের পক্ষেই সম্ভব। এমন মানবিকতার চর্চা যেন সব সময় অব্যাহত থাকে সেই আহবান থাকবে সবার কাছে।

ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগ কাতারে বাংলাদেশের ভাবমুর্তি উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. মুস্তাফিজ।

আরও পড়তে পারেন : নেতিবাচক প্রচার মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার

প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বারেকের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কাতার স্কুল ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম, প্রবাসী সাংবাদিক তামিম রায়হান, আকবর হোসেন বাচ্চু ও আবু হানিফ রানা।

আয়োজকদের মধ্যে ছিলেন, শাহিন আহমদ, সাজ্জাদুল হক, আনোয়ার হোসাইন, জসিমউদ্দীন, আবজল আহমদ, শামসুদ্দীন, জয় মিয়া, নুরুল করিম, বোরহানউদ্দীন, মোহা. রিফাত, সৈয়দ আসিফ উদ্দীন, মোহা. হাসান, নাসির উদ্দীন, আবু নাসের, মাহমুদুল হাসান, শামসুল আলম, কবির ফরহাদ প্রমুখ।

এছাড়া ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল বাশার, আসিফুজ্জামান চৌধুরী, আবু তায়েব, সালেক আহমেদ, হেলাল, সাজ্জাদ হোসাইন, রিদওয়ান, আব্দুল্লাহ, বোরহান, জিল্লুর রহমান, নাইমুল হক, রবিউল হোসাইন, ইমরান হোসাইন, আরিফুর রহমান, আবু বকর সিদ্দিক, জাহিদ হোসাইন, ইমতিয়াজ মাহমুদ, সালাহউদ্দীন, রফিকুল চৌধুরী, মোহা. রাসেল, মোহা. পারভেজ, মোহা. মনজুরুল, নিজাম, আহসান হাবিব, রাজু, আশেক এলাহি, মাহবুব আলম, হাবিব, জানে আলম, সিফাত খান প্রমুখ

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!