কাতারে করোনার টিকা নিতে নিবন্ধনের আহবান

কাতারে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

গত ডিসেম্বর থেকে কাতারে ফাইজার-বায়োটেকের করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত, বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগে ভাগে টিকা দিয়েছে দেশটির সরকার।

অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার কাতারে ইতোমধ্যে মধ্যে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। দেশটির স্থানীয় নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে।

Travelion – Mobile

আপাতত ৫০ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে না। নিবন্ধন করা থাকলে বাকিরা ধীরে ধীরে টিকা পাবেন। প্রবাসী বাংলাদেশিদের দ্রুত নিবন্ধন করে টিকা নেয়ার উপর গুরুত্ব দিয়েছেন কমিউনিট ব্যক্তিত্বরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!