কাতারে আলজামান এক্সচেঞ্জের নতুন শাখা উদ্বোধন

কাতারে প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানা অন্যতম মাধ্যম ‘আলজামান এক্সচেঞ্জ’-এর নতুন একটি শাখা খোলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শিল্পাঞ্চল সানাইয়ায় অবস্থিত এশিয়ান টাউন প্লাজা মলে আলজামান এক্সচেঞ্জের ১৪তম শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ড. ইউসুফ জামান।

নতুন এই শাখা চালু হওয়ার ফলে এখন থেকে আরও সহজে ভালো রেটে নিজেদের দেশে রেমিট্যান্স পাঠাতে পারবে বলে জানান কাতার প্রবাসী বাংলাদেশিরা।

Travelion – Mobile

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছালে জামান, এমডি আবদুল্লাহ জামান, জিএম আনোয়ার সাদাত, অপারেশন ম‍্যানেজার জুবায়ের আব্দুর রহমান, ফরেক্স ম‍্যানেজার আর্দশ শ্রীনিবাস, একাউন্ট ম্যানেজার সন্তোষসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন : প্রবাসীদের জন্য দুবাই কনস্যুলেটের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’

এসময় সরকারি প্রণোদনার পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান আল জামান এক্সচেঞ্জে নিযুক্ত বাংলাদেশের বিজনেস ম্যানেজার মো. মোসলেম উদ্দিন।

তিনি বলেন, বিভিন্ন দেশের লাখো বিদেশে কর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কাতারজুড়ে আলজামান এক্সচেঞ্জের আরও ১৩টি শাখার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে ব্যাপক ভূমিকা পালন করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!