কফিলের আবেদনে সরাসরি কুয়েত ফিরতে পারবেন গৃহকর্মীরা

কফিলের আবেদনে সরাসরি কুয়েত ফিরতে পারবেন আটকেপড়া প্রবাসী গৃহকর্মীরা। দেশটির মন্ত্রিপরিষদ নিষিদ্ধের তালিকায় থাকা দেশ থেকে গৃহকর্মী (২০ নাম্বার আকামা) ফেরত আনার পরিকল্পনা অনুমোদন দেওয়ার এই সুযোগ হচ্ছে। করোনাকালে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের প্রায় ৮০ হাজার গৃহকর্মী আটকা পড়েছেন।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর হতে করোনার কারণে ছুটিতে আটকেপড়া গৃহকর্মীরা প্রয়োজনীয় নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবেন।

প্রথম ধাপে ফিলিপাইন ও ভারতের গৃহকর্মীদের ফিরিয়ে আনা হবে। পরে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তানসহ এসব গৃহকর্মীকে সরাসরি কুয়েতে ফিরিয়ে আনা হবে। প্রতিদিন ৬০০ গৃহকর্মীকে ফিরিয়ে আনা হবে।

Travelion – Mobile

প্রত্যেক কফিল তার নিজ গৃহকর্মীদের ফিরিয়ে আনতে নিদিষ্ট ওয়েবসাইটে আবেদন করবেন। বিমান টিকিট ছাড়া কুয়েত সরকারের তত্ত্বাবধানে ১৪ দিন কোয়ারেন্টিনের খরচ থাকা-খাওয়া বাবদ প্রত্যেক গৃহকর্মীর জন্য তাদের ২৭০ কুয়েতি দিনার জমা করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!