কনস্যুলার সেবা সহজে রাষ্ট্রদূতের সঙ্গে পর্তুগাল আ’লীগের মতবিনিময়

বর্তমান কভিড ১৯ পরিপ্রেক্ষিতে ইউরোপসহ সারা বিশ্বের অনেক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতে পর্তুগাল সরকারের বিভিন্ন বিধি নিষেধ থাকায় লিসবন বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবায় আনা হয় কিছুটা পরিবর্তন। এর ফলে দুতাবাসের নতুন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ কারনে পর্তুগালে বসবাসরত অনেক প্রবাসী।

এমন পরিস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যাসহ দূতাবাসের সেবাগুলো সহজতর করার পরামর্শ দিতে পর্তুগালের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে মতবিনিময় সভা করেন পর্তুগাল আওয়ামী লীগ।

বুধবার (২২ জুলাই) রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মতমিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রানা তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামীগের সভাপতি আবুল বাসার বাদশা, দুই উপদেষ্টা লেহাজ উদ্দিন এবং মো. শাহজাহান।

Travelion – Mobile

কভিড ১৯ এর ফলে পর্তুগাল সরকারের চলমান আইন অনুযায়ী ১০জনের অধিক একত্রিত হওয়া দন্ডনিয় অপরাধ। তাই পর্তুগাল সরকারের আইনের প্রতিশ্রদ্ধা এবং সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শুধু নীতিনির্ধারকদের নিয়েই উক্ত মতবিনিময় ও পরামর্শ মূলক সভা করেন রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূত দূতাবাসের বর্তমান কাজের তীব্রতা, লোকবলের অভাব ও কভিডের সমস্যা গুলো নেতৃবৃন্দের নিকট ব্যাখা করেন। সেই সাথে বর্তমান কনস্যুলার সার্ভিসের মান উন্নয়ন এবং সহজতর করতে বিভিন্ন সেবার বিষয়ে নেওয়া পদক্ষেপগুলো অবহিত করেন।

এছাড়াও উক্ত মত বিনিময় ও পরামর্শ মূলক সভায় উপস্থিত ছিলেন লিসবন দূতাবাসের দূতালয় প্রধান তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীসহ কনস্যুলার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

করোনাময় বিশ্ব : কেমন আছেন পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা

করোনাময় বিশ্ব : কেমন আছেন পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরাঅতিথিরানা তসলিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পর্তুগালএনামুল হক, প্রবাসী উদ্যোক্তারনি মোহাম্মদ, আহবায়ক, বাংলা প্রেস ক্লাব, পর্তুগালসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপক২৮ জুন, রোববার – পর্তুগাল সময় : বিকেল ৫ টা, ইউরোপ সময় : সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় : রাত ১০ টা

Posted by AkashJatra on Sunday, June 28, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!