ওমানে শ্রম বিরোধ নিষ্পত্তিতে সান্ধ্য আদালত চালুর পরিকল্পনা

শ্রম বিরোধ নিষ্পত্তি করতে সান্ধ্য আদালত শুরু করার পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের শ্রমনির্ভর দেশ ওমান ।

শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ক কাউন্সিল শ্রম সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করতে সান্ধ্য আদালত শুরু করার এই পরিকল্পনা করছে।

প্রশাসনিক বিষয়ক কাউন্সিলের পরিকল্পনার জন্য সাধারণ প্রশাসন বিভাগের প্রধান ড. ইউসুফ বিন সালাম আল ফালাইতি ওমানি মিডিয়াকে এ তথ্য দিয়েছেন।

Travelion – Mobile

সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে আলোচনার অগ্রগতি হচ্ছে জানিয়ে ড. ইউসুফ বিন সালাম আল ফালাইতি বলেন, “শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রম বিরোধগুলি সন্ধানের জন্য সন্ধ্যা আদালত হবে এবং খুব শীঘ্রই আমরা চালু করব।

আল ফাতাইতির মতে, নাগরিক এবং প্রবাসী উভয়কেই শ্রম জারী সম্পর্কিত মামলায় রায় ঘোষণার জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সান্ধ্য আদালত শুরু হলে সময় কমিয়ে দেবে এবং মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!