ওমানে শনিবার তুলে নেওয়া হচ্ছে ‘মাতরাহ লকডাউন ‘

অবশেষে লকডাউন বা আইসোলেশন মুক্ত হচ্ছে ওমানের রাজধানী মাস্কাটে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল এবং প্রবাসী অধ্যুষিত মাতরাহ অঞ্চল ।

শনিবার (৬ জুন) থেকে হামরিয়া, পুরাতন মাতরাহ ও ওয়াদি কবির শিল্পাঞ্চল বাদে এই উইলিয়াতের বেশিরভাগ জায়গায় বিধিনিষেধ সহজ এবং স্বাস্থ্য বিচ্ছিন্নতা প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমের সাথে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমদ আল সাইদী এই ঘোশষা দেন। তিনি বলেন, মাতরাহ শহরের বেশিরভাগ জায়গা খুলে যাবে তবে স্বাস্থ্য উদ্বেগের কারণে কিছু জায়গা বন্ধ থাকবে,” তিনি বলেছিলেন।

Travelion – Mobile

তিনি বলেন, মাতরাহ সৌওক, পুরাতন মাতরাহ, হামরিয়াহ এবং ওয়াদি কবির শিল্প অঞ্চল বিছিন্নতা বা লকডাউনের আওতায় থাকবে।

রোগ নজরদারি ও নিয়ন্ত্রণের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ডা. সাইফ আল আব্রির মতে, উচ্চ সংক্রমণের কারণে এই অঞ্চলগুলি বন্ধ থাকবে।

“আগামী দুই সপ্তাহের মধ্যে মহামারী পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে করোনা আক্রান্তের মামলার সংখ্যায় স্থিতিশীলতা রয়েছে,” ডা. আব্রি বলেছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!