ওমানের বিমানবন্দরগুলোতে যাত্রী-ফ্লাইট চলাচল বেড়েছে

ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাত্রীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের অক্টোবরে ৩২ শতাংশ বেড়ে ১ লাখ ১৫ হাজার ২৩৫ হয়েছে।

একই সময়ের মধ্যে, মাস্কাট বিমানবন্দরে ফ্লাইট উঠানামা গত বছর ৩ হাজার ৯০৭ টি থেকে এ বছর ২৮ শতাংশ বেড়ে ৮ হাজার ৮২৭টি হয়েছে।

মাস্কাটে মাল পরিবহন ১৩ হাজার ১১৯ মে. টন থেকে ১৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ১৭৩ টন হয়েছে।

Travelion – Mobile

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য এসেছে ।

পরিসংখ্যান অনুসারে, গত বছরের একই সময়ের ৬০ হাজার ৭৬৬ এর তুলনায় চলতি বছরের অক্টোবরে সালালাহ বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা ৪৭ শতাংশ বেড়ে ৮৯ হাজার ৫১৮ জন হয়েছে।

একই সময়ে, সালালায় ফ্লাইট চলাচল গত বছরের ৯৮১ থেকে এ বছর ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২০ টিতে দাঁড়িয়েছে।

মাল পরিবহন ৫৯ টন থেকে চার শতাংশ বেড়ে ৫৬ টন হয়েছে।

সোহার বিমানবন্দর ফ্লাইট চলাচল ১৬৩ শতাংশ বেড়ে এ বছর ১২১টি হয়েছে, যা গত বছর ৪৬ টি ছিল। তবে এ বিমানবন্দরে গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে। গত বছরের ২ হাজার ২৯ যাত্রীর তুলনায় এ বছরের অক্টোবর পর্যন্ত সোহার বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা ৩২ শতাংশ কমে ১ হাজার ১ জনে দাঁড়ায়।

ডুকুম বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা গত বছরের একই সময়ের ৬ হাজার ৪৬৭ জনের তুলনায় এ বছরের জুন মাসে ১৪ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৪৮ জন হয়েছে।

একই সময়ের মধ্যে, বিমান চলাচল ৯২ টিতে স্থির ছিল।

ওমানি আকাশসীমা অতিক্রমকারী উড়োজাহাজের সংখ্যা ৩৪ হাজার ৭৯৯ টি থেকে ১৫ শতাংশ বেড়ে ৪০ হাজার ১৫ হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!