ইরানের মাহান এয়ারে সাইবার হামলা

ইরানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স মাহান এয়ার সাইবার হামলার শিকার হয়েছে। রোববার সংশ্লিষ্ট কোম্পানি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মাহান এয়ারের কম্পিউটার সিস্টেম নতুন আক্রমণের শিকার হয়েছে। দেশের বিমানশিল্প গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় দুর্বৃত্তরা এটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’

এএফপি জানিয়েছে, এদিন কোম্পানির সব ফ্লাইট নির্ধারিত থাকলেও সার্ভার ডাউন হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয়।

Travelion – Mobile

কোম্পানির মুখপাত্র আমির হোসেন জোলানওয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের ইন্টারনেট নিরাপত্তা দল সাইবার হামলাকে ব্যর্থ করে দিয়েছে।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হ্যাকিং গ্রপ এ হামলার দায় শিকার করেনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!