ইরানি মিসাইলেই বিধ্বস্ত হয় ইউক্রেনের উড়োজাহাজ : কানাডা

ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজটিকে মিসাইল মেরে বিধ্বস্ত করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে আমাদের কাছে কিছু তথ্য এসেছে, বিমানটিতে ইরানের ভূমি থেকে মিসাইল দিয়ে আঘাত করা হয়েছিলো।’

বুধবার (৮ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরান বিমানবন্দর থেকে ইউক্রেন এয়ারলাইন্সের যাত্রীবাহী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহী সকলের মৃত্যু হয়। ওই উড়োজাহাজ কানাডার ৬৩ জন যাত্রী ছিলেন।

Travelion – Mobile

উড়োজাহাজটি তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক দুই মিনিট পরই বিধ্বস্ত হয়। এ ঘটনাকে যান্ত্রিক ক্রটির কারণে ঘটা দুর্ঘটনা বলে দাবি করেছে ইরান। বোয়িং বিমানটির উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স কারও কাছে হস্তান্তর করবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

বুধবার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরাকে দুটি মার্কিন সেনাঘাটি লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান।

জাস্টিন ট্রুডো বলেন, এ ঘটনার রহস্য উন্মোচন না করা পর্যন্ত তার সরকার ক্ষান্ত হবে না। তবে ইরানের মিসাইল উড়োজাহাজটিকে আঘাত করেছে বললেও এ হামলা অনিচ্ছাকৃত হতে পারে বলে মনে করেন কানাডার প্রধানমন্ত্রী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!