ইতালি আওয়ামী লীগের ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন

রাজধানী রোমে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে নবগঠিত ইতালি আওয়ামী লীগ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে নবগঠিত ইতালি আওয়ামী লীগ।

ইতালি আওয়ামী লীগ সভাপতি বীরমু ক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রব মিন্টুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কেএম লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার লুৎফর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির, সাবেক সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, সাবেক সদস্য মজিবুর সিকদার, নান্নু ফকির, ইতালি আওয়ামী লীগ নেতা লিটন মোহাম্মদ, এ আর আহমেদ তপু, বিক্রম পাল, তাজরুল ইসলাম ফিরোজ, সুমন মজিবর, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা দেলোয়ার, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, সাংগঠনিক সম্পাদক রাজীব রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইতালি যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহজাহান সাজু, ইতালী যুবলীগ নেতা ইমরুল কায়েছ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালির সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ ইতালি শাখার সভাপতি নুরুল কবির, সহ-সভাপতি ফিরোজ হাওলাদার প্রমুখ।

Travelion – Mobile

এ সময় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠসন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাাবর্তন দিবসের বিশদ আলোচনা করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্র নীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার নানা দিকগুলো তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মাইনুল কবির জুয়েল, ইলিয়াস মোল্লা, নুর ইসলাম পান্না, মীর পলাশ, গাউসুলসহ ইতালি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!