ইতালিতে ভবনের ওপর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের কাছে একটি খালি ভবনের ওপর ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

আজ রোববার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা উড়োজাহাজের যাত্রী ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, মিলানের উপকণ্ঠে লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড়োজাহাজটি সার্দিনিয়া দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল।

Travelion – Mobile

পরে উড়োজাহাজটি শহরের বাইরের একটি মেট্রো স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি একটি দোতলা ভবনের ওপর পড়লে স্থানীয় ব্যক্তিরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ ঘটনার সময় ভবনটি খালি ছিল।

দুর্ঘটনার পর বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পাশের রাস্তায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতে আগুন লাগার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। তবে এ সময় গাড়িতে থাকা কেউ হতাহত হননি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!