ইতালিতে পৌঁছেছে ফাইজারের করােনা ভ্যাকসিন

ইতালিতে বহুল আলোচিত এন্টি-কোভিড বায়োটেক ফাইজারের টিকা আজ (২৫ ডিসেম্বর) রোমে এসে পৌঁছছে।

বেলজিয়াম থেকে সকালে রওনা দিয়ে বিকালে সরাসরি স্প্যালাজান হাসপাতালে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে টিকাবাহী গাড়িটি এসে পৌঁছে। স্থানীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

রোম ইন্সটিটিউট স্প্যালাজানে প্রথম টিকা দেয়া হবে ২৭ ডিসেম্বর ক্লাউডিয়া রোমানো নামে এক নার্সকে।

Travelion – Mobile

২৯ বছরের এই নার্স ইতালি লাজিও জোনের মধ্যে সবচেয়ে কমবয়সী নারী। সে স্প্যালাজানার সংক্রামক রোগ বিভাগে কাজ করে।

ক্লাউডিয়া আলিভেরনিনি করোনা ভয়াবহ পরিস্থিতির মধ্যেও প্রবীণদের বাসায় বাসায় গিয়ে চিকিৎসা দিতেন। ফলে ভি-ডে প্রথম টিকা তার শরীরে প্রয়োগ করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!