আমিরাতে প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে পর এবার সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্ত।

গতকাল বুধবার (১ ডিসেম্বর) টুইটারে এ তথ্য জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (মোহাপ) ।

ওমিক্রনে আক্রান্ত নারী দক্ষিণ আফ্রিকার নাগরিক। সম্প্রতি তিনি আফ্রিকার একটি অনিদিষ্ট দেশ থেকে থেকে আমিরাতে এসেছেন ৷

Travelion – Mobile

টুইট বার্তায় স্মোহাপ জানায়, ওমিক্রনে আক্রান্ত নারী ইতোমধ্যে জাতীয় প্রোটোকল অনুসারে অনুমোদিত কোভিড -19 ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছিলেন।

মহিলাকে অঅইসোলেশনে রাখা হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ তার কোনও লক্ষণ নেই। এছাড়া যারা তার সংস্পর্শে ছিলেন তাদেরও বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিভিন্ন কোভিড উন্নয়ন মোকাবেলা করার জন্য স্বাস্থ্য খাতের প্রস্তুতির বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।

এর আগে, ওমিক্রন প্রতিরোধে ২৯ নভেম্বর থেকে আফ্রিকার ৭ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশ গুলো হলো— দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় B.1.1.529 নামে করোনার নতুন ধরণ। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। ইতোমধ্যে যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি,,সিঙ্গাপুর ও জাপান সহ অসংখ্য দেশ দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!