আমিরাতে করোনাক্রান্ত আবার বাড়ছে

সংযুক্ত আরব আমিরাতে গত কয়দিন ধরে আগের তুলনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বুধবারের সর্বশেষ আপডেট অনুযায়ি করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৫ জন এবং মারা গেছেন ৩ জন। অন্যদিকে নতুন রোগী সুস্থ হয়েছেন ৫৩৮ জন।

এ পর্যন্ত আমিরাতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১,৫৪০, আক্রান্ত রোগী থেকে মোট সুস্থ হয়েছেন ৬২,০২৯ জন এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৮৭ জন।

করোনা যুদ্ধে অনেকটায় সফল দেশ বলা যায় সংযুক্ত আরব আমিরাতেকে। বিশ্বে করোনায় মৃত দিন দিন যেখানে বাড়তে থাকে তখন আমিরাতে এমনও অনেক দিন গেছে মৃতের সংখ্যা শূন্য ছিল।

Travelion – Mobile

আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নাইফে এলাকায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে দুবাই সরকার দ্রুত করোনা মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল। সেই পদক্ষেপের কারণে দুবাইয়ে অনেকাংশে করোনা রোগীর সংখ্যা কমে যায়।

অন্যদিিকে করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে প্রায় ৫ মাস ধরে কভিট-১৯ টেস্টের রিপোর্ট নিয়ে আবুধাবি, আল-আইনে প্রবেশ করার নিয়ম এখনো চলমান রয়েছে। এমনকি আবুধাবিতে কভিট-১৯ প্রতিরোদের জন্যে সরকারি সহযোগিতায় ভ্যাকসিনও নিয়েছে।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!