আবুধাবি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশি ।

বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০মিনিটে চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম আকাশযাত্রাকে এ তথ্য নিশ্চিত করেন।

Travelion – Mobile

এ নিয়ে দেশটি থেকে গত দুদিনে আটকেপড়া ২৯২ জন বাংলাদেশি দেশে ফিরিয়ে আনল বেসরকারি বিমান সংস্থাটি। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ইউএস-বাংলায় দেশে ফেরেন ১৪০ বাংলাদেশি।

আগের খবর : আমিরাতে করোনামুক্তির সনদ ছাড়া প্রবেশ নিষেধ

আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে বলে সকলকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্ প্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন আটকা পড়েন বাংলাদেশি নাগরিকরা।

নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের উদ্যাগ নেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!