সৌদিয়ার বহরে প্রথম বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার

সৌদি আরব এয়ারলাইনস, যা সৌদিয়া নামেও পরিচিত, তার প্রথম বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার উড়োজাহাজ ডেলিভারি নিয়েছে আমেরিকান উড়ােজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে। নতুন উড়োজাহাজটি সৌদি আরবের জাতীয় বিমানসংস্থা সৌদিয়ার ১৩টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের বিদ্যমান বহরে যুক্ত হলো।

নতুন বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারের ৩৫৭টি আসন রয়েছে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দুটি শ্রেণির কনফিগারেশনে ২৯৮ আসন রয়েছে।

বোয়িং ৭৮৭ ছাড়াও, সৌদিয়া বর্তমানে ৩৩ টি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনা করে, যা মূলত দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ব্যবহৃত হচ্ছে।

Travelion – Mobile

স্কাইটিম এয়ারলাইন জোটের সদস্য সৌদিয়া আরাে নয়টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার উড়োজাহাজ পাবেন। তার উপরে,বিমানসংস্থাটির বহরে এয়ারবাস এ৩২০, এ৩২১ এবং এ৩৩০ উড়োজাহাজ রয়েছে।

অন্যদিকে, জাতীয় বিমানসংস্থাটি এ৩২০ নিও এর পাশাপাশি এ৩২১ নিও পরিবার উড়ােজাহাজের জন্য অগ্রিম অর্ডার দিয়েছি এয়ারবাস কোম্পানিকে। এ ছাড়া ৩০টি এয়ারবাস এ ৩২০ উড়োজাহাজ স্বল্প খরচের সহযোগী বিমানসংস্থা ফ্লাইয়াডিলে সরবরাহ করবে সৌদিয়া। বোয়িং ৭৩৭ ম্যাক্স বাতিল করায় নতুন উড়োজাহাজের প্রয়ােজন পড়ে সংস্থাটির।

নতুন উড়োজাহাজগুলোর ২০২১ সালে সরবরাহ শুরু হওয়ার কথা ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!